২০২২/৭/৭ঃ জাপান পূর্বাভাস সঠিক! গত জুন ২৯, ২০২২ তারিখে দেওয়া পূর্বাভাস সঠিক। জাপানে আবার করোনা সংক্রমণের সুনামি শুরু হয়েছে; হু হু করে করোনা রোগী বাড়ছে। পূর্বাভাস দেওয়ার দিন করোনা রোগী শনাক্তের সংখ্যা ছিল ২৩,৩৪৬ জন আর গত ২৪ ঘন্টায় জাপানে ৪৭,৯৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মানে, এক সপ্তাহের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। জাপানে গত সাতদিনে প্রতিদিন শনাক্ত করোনা রোগীর সংখ্যা যথাক্রমে ২৩,১৫৬জন; ২৪,৯০৩জন; ২৩,২৯৯জন; ১৬,৮০৮ জন; ৩৬,১৮৯জন; ৪৫,৮২১জন; ৪৭,৯৭৭জন।প্রবাসীরা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলুন। করোনা এখনো শেষ হয়নি।
২০২২/৬/২৯ঃ জাপান পূর্বাভাসঃ জাপানে খুব সম্ভবতঃ করোনা সংক্রমনের পরবর্তী ঢেউ শুরু হয়েছে। আগামী সপ্তাহান্তে পরিষ্কার একটা ধারণা পাওয়া যেতে পারে। জাপানে এখনো আগের ঢেউ স্বাভাবিক অবস্থায় আসেনি। এরই মধ্যে পরবর্তী ঢেউয়ের অশনিসংকেত! এখনো জাপানে প্রতিদিন ১৫,০০০-২৫,০০০ জন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং ১০-২০ জন করে মারা যাচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
এদিকে এখন জাপানে প্রচন্ড গরম পড়তে শুরু করেছে। তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রী সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যাচ্ছে। প্রতি বছর এই গরমের সময়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয় এবং কয়েক শ' মানুষ মারা যায়। কাজেই বাইরে বের হলে সাবধান!

>>পূর্বাভাস খুব সম্ভবতঃ সঠিক!
খুব সম্ভবতঃ বাংলাদেশে ও ভারতে করোনা ভাইরাস সংক্রমণের পরবর্তী ঢেউ শুরু হয়ে গেছে। এই সপ্তাহে শনাক্তের সংখ্যা ও হার দ্রুত বেড়েছে। বাংলাদেশে বর্তমানে শনাক্তের হার ৬% এর কাছাকাছি। এখন থেকে শনাক্তের সংখ্যা ও হার বাড়তে থাকবে। এবারের ঢেউ দীর্ঘদিন ধরে বহমান থাকার সম্ভাবনা আছে।
বাংলাদেশে একদিকে বন্যা পরিস্থিতি খারাপ; অন্যদিকে করোনা সংক্রমণ যদি দ্রুত বাড়তে থাকে তাহলে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকবে। 
এদিকে জাপানে কচ্ছপের গতিতে শনাক্তের সংখ্যা কমছে। জাপানে এখন প্রতিদিন প্রায় ১৫,০০০ জন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং ২০-২৫ জন করে মারা যাচ্ছে।
ধন্যবাদান্তে--তপন পাল, পিএইচডি,টোকিও, জাপান, ২০২২/৬/১৮ ইং

>>করোনা ভাইরাসের সংক্রমণ
>>বাংলাদেশ ও ভারতে করোনা ভাইরাস সংক্রমণের পরবর্তী ঢেউয়ের অশনি সংকেত!
>>আগামী সপ্তাহান্তে একটা ধারণা পাওয়া যেতে পারে
সারা বিশ্ব থেকে করোনা মহামারী এখনো শেষ হয়নি। সংক্রমণ কোথাও বাড়ছে, কোথাও কমছে। এখন ধরে নেওয়া হচ্ছে যে, ইনফ্লুয়েঞ্জার মত করোনা ভাইরাসের ক্ষেত্রে "living with corona" হবে। মানে, করোনা আসবে, করোনা যাবে। এর মাঝখানে কেউ কেউ চিরদিনের জন্য হারিয়ে যাবে!
এই সপ্তাহে ভারতে দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে; কোন কোন দিন সংক্রমণ আগের দিনের তুলনায় প্রায় ৪০-৫০% বেড়েছে। আজ মহারাষ্ট্রে শনাক্তের হার ১২.৭৪%। যত বেশি সংক্রমণ হবে তত বেশি করোনা রোগী মারা যাবে কিন্তু মৃতের সংখ্যা সংক্রমণ বৃদ্ধির বেশ কিছুদিন পর থেকে বাড়তে শুরু করে।
এদিকে বাংলাদেশেও এই সপ্তাহে বেড়েছে যদিও সংখ্যায় খুব কম।
আগামী সপ্তাহান্তে ভারতে ও বাংলাদেশে করোনা সংক্রমণের পরবর্তী ঢেউ শুরু হয়েছে কিনা তা বোঝা যেতে পারে। তবে এবার ঢেউ একবার শুরু হলে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।
আর জাপানে ওমিক্রন সুনামির ঢেউ এখনো চলছে! এখনো জাপানে প্রতিদিন ১৫,০০০-২০,০০০ জন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং ২০-৩০ জন করে মারা যাচ্ছে। প্রায় সাত মাস ধরে সেই ওমিক্রন সুনামি চলছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদান্তে--
তপন পাল, পিএইচডি
টোকিও, জাপান
২০২২/৬/১১ ইং